একজন ক্রীশ্চন যেভাবে বিশ্বাস করে— যীশু ফিরে এসেছিল
বাবাও আসবে ফিরে— বিশ্বাস করে আড়াই বছরের শিশু
বাবা তার পা হারিয়ে নিরুদ্দেশে—
মা তার ঘুমের ঘোরে পুরনো প্রেমিক পোষে।
বহুগামী রাষ্ট্রে হারিয়ে গেলে ফিরে আসে না কিছুই— জানে ওই বুড়ো
পুত্রের শোকে যার যায় দিন
স্ত্রীর ক্যান্সার সারবে না জেনেও যেভাবে
মিথ্যের বেসাতি বাড়িয়ে একদিন
বুড়োটা মরবে— শিশুটির মায়ের ফুরোবে যৌবন
বাবা আর ফিরবে না— ফিরবে না
বড় হয়ে জানবে সে
অথচ একদিন সবই ছিল—
পৃথিবীতে ছিল রোববার— যীশুর পুনরুত্থান
বড় হয়ে জানবে সে— ভালোবাসা এক ভয়ংকর মিথ আর
একদিন পৃথিবীতে প্রেম ছিল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন