![]() |
| গুলিতে আহত শিক্ষার্থী |
২রা ফেব্রুয়ারি আন্দোলনের আজ ১১ বছর। হামলাকারী প্রশাসন ও তার সহযোগীদের করা ছয়টা মামলা এখনও চলমান। বিজ্ঞ আদালত ইতোমধ্যে দুটো মামলায় ছাত্রদের পক্ষে রায় দিয়েছে বলে জেনেছি। টিউশন ফি প্রত্যাহার আর পয়সার বিনিময়ে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সের সনদ বিক্রির পাঁয়তারা রুখে দিতে ছাত্ররা রাস্তায় নেমেছিলো সেদিন। পাঁচ সহস্রাধিক ছাত্রের সেই বিক্ষোভ থামাতে গুলি ছুড়েছিলো তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাধীন বাংলাদেশের বয়েস তখন তেতাল্লিশ, পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রাইভেটাইজড করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ছাত্ররা বিক্ষোভ করছিলো সেদিন। কিন্তু প্রশ্নটা যে সওদাগিরির! পয়সা কামানোর! পয়সার প্রশ্নে তাই ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ার আদেশ দিতে ভুল হয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। পুলিশ আর ছাত্রলীগকে দিয়ে ঘৃণ্য হামলা চালায় নিরীহ ছাত্রদের উপর। ব্যাপক হামলা, ছররা বুলেট, রাবার বুলেটে ক্ষত-বিক্ষত হয় ছাত্রদের পিঠ। ১২ জন ছাত্র গুলিবিদ্ধ হয়, আহত হয় শতাধিক। [প্রকৃতপক্ষে, হতাহতের সংখ্যা কয়েকশো বলে ধারণা করা হয়]
![]() |
| হামলা থেকে নিজেদের বাঁচাতে দৌড়াচ্ছে শিক্ষার্থীরা |
![]() |
| ২রা ফেব্রুয়ারি, প্রশাসন ভবন ঘেরাও করে ছাত্রদের বিক্ষোভ। ছবিঃ গোলাম মোস্তফা |
আত্মমর্যাদাশীল ছাত্ররা টিউশন ফি প্রত্যাহার, সান্ধ্যকোর্স বাতিল চেয়ে ছাত্র বিক্ষোভের ডাক দেয়। যদিও প্রশাসন দুদফা ছাত্রদের সাথে বসতে আগ্রহী হয় কিন্তু পয়সার লোভ তারা উপেক্ষা করবেনা বলে সাফ জানিয়ে দেয়। শেষ পর্যন্ত ছাত্র গণবিক্ষোভ বৃদ্ধি পেলে অতিরিক্ত টিউশন ফি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হলেও শিক্ষার সওদাগিরি অব্যাহত থাকবে এরকম সিদ্ধান্ত জানিয়ে দেয় তারা। বিপরীতে ছাত্ররা শান্তিপূর্ণ সমাবেশ থেকে দাবি আদায় ছাড়া আন্দোলন থেকে পিছু হটবেনা জানালে বেনিয়া প্রশাসন লাঠিচার্জের সিদ্ধান্ত নেয়। আজকের এই দিনে ২০১৪ সালে দুই সপ্তাহের অধিক সময় ধরে চলমান ছাত্র আন্দোলনকে থামাতে ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগকে লেলিয়ে দেয়। এবং পুলিশ, ছাত্রলীগের যৌথ হামলার মাধ্যমে ছাত্রদের আন্দোলনকে নস্যাৎ করে দেয় প্রশাসন। পুনঃরায় আন্দোলন সংগঠিত করতে দেবেনা বিধায় সেদিন বিকেলেই অনির্দিষ্টকালের জন্যে ক্যাম্পাস বন্ধ করে দেয়। পরদিন আন্দোলনকারী ছাত্রদেরকে সংগঠিত করতে যেসকল রাজনৈতিক সচেতন ছাত্ররা কাজ করেছিলো তাদের এক হাত দেখে নেয় আবারও। ছয়টা মামলা ঠুকে দেয় তাদের বিরুদ্ধে। সেসব মামলা আজ অবধি চলমান। তৎকালীন প্রশাসনের সেসব শিক্ষকদের ছাত্রবান্ধব শিক্ষক হিসেবে এক ধরণের সুনামও রয়েছে। তারা ছাত্রদের বিভিন্ন ইভেন্টে চাঁদা দেন, আতিথ্য গ্রহণ করেন, মিডিয়ার সামনে কথা বলেন। আবার ছাত্রদের দিকে বন্দুক তাক করবার নির্দেশও দেন।
![]() |
| ছবিতে বন্ধুক হাতে ছাত্রলীগ নেতা |
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে পয়সার চেয়ে মর্যাদার মূল্য বেশি এই ধারণাকে তারা পৃষ্ঠ করে প্রমাণ করলেন, পয়সার লোভ তাদেরও আছে। আর সেই পথে কেউ অন্তঃরায় হলে তারাও আভিভূর্ত হতে পারেন সন্ত্রাসের চেহারায়। ২রা ফেব্রুয়ারিতে তাদের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হয়েছে। তাই দিবসটা তারা ভুলে যাবেন। কিন্তু ছাত্ররা সেটি স্মরণ করবেন যুগ যুগ ধরে। শিক্ষা রক্ষা দিবসের ৭ম বছরে এসে দিবসটিকে আমরা স্মরণ করতে চাই। ছাত্রদের সেদিনের সাহসী, সহিষ্ণু পদক্ষেপ আমাদের অনুপ্রাণিত করে শিক্ষা রক্ষার মিছিলে জোরসে স্লোগান দিতে। আজকের দিনে সেসব আহত ছাত্রদেরকে শ্রদ্ধা জানিয়ে জোরসে বলি, শিক্ষা ব্যবসা নিপাত যাক।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন