পাপ কাঁধে পুণ্যের আকাঙ্ক্ষায় করে যাচ্ছি প্রায়শ্চিত্ত—
যা বলা হয়ে গেছে
যা হয়ে গেছে ঘটানো
যা গেছে রটে
অতঃপর কোর্টে
ফিরে এসে কেবলই মনে হয়— কেন এই জন্ম
কেন পা রাখা ঘরে অপরের
কেন সব ভুল বিকশিত গন্ধম ফুল
কেন গিলেছিল ইভ
কেন বিতাড়িত ঈশ্বরের ঘর থেকে
কেন এই মানবজনম প্রায়শ্চিত্তের

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন