খেয়াল করে দেখবেন, আমরা হয় অতীত; নয় ভবিষ্যতে বাঁচি। সকালে অফিসে যাই কিন্তু রিকশায় বসে ভাবি গতকালের ফেলে রাখা কাজের কথা কিংবা ভাবি, অফিসে শেষের শিডিউলের কথা। মুহূর্ত পেরিয়ে যাচ্ছি, হয়তো সবচে চমৎকার মুহূর্তটিই কিন্তু সেটা টের পাই পেরিয়ে আসার পর। কেন এমন হয়? সাইকোলজিকাল নানা কারণ তো রয়েছেই। কিন্তু এটি শতভাগ সত্য যে, অতীত বা ভবিষ্যৎ এড়িয়ে যদি কেবলমাত্র বর্তমানেই আমরা থাকতে পারতাম তাহলে জীবন সবচেয়ে সুন্দর হতো। সেটি কি সম্ভব? হ্যাঁ। সম্ভব। আমি দীর্ঘদিন ধরে সেটি নিয়ে কাজ করছি। একটি কোর্স ডেভেলপ করেছি। শিগগিরই সেটা উন্মুক্ত করব। যারা দরকারি মনে করছেন তারা কানেক্টেড থাকতে পারেন! লিংকের কমেন্টে ইমেইল এড্রেস দিয়ে রাখুন।
শেয়ার করব, বর্তমানে বাাঁচার উপায়! হ্যাপি লাইফ টু অল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন