দুঃখ এমনই এক হাওয়া
ঢুকে যেতে পারে বন্ধ জানলার ভেতর দিয়েও।
গভীর অন্ধকারের ভেতর ছুঁয়ে দিতে পারে বুক।
দুঃখের
এমনই এক প্রকার আছে যেটা কেবল পুরুষের হয়।
প্রেমিকার আঁচলের প্রটোকল ভেঙে
ঢুকে যেতে পারে বুকের ভেতর
যদি ঈশ্বর এবং দুঃখ
তোমাকে পছন্দ করেন।
[এই দুঃখ চুলোয় দেয়া যায়না; ধোঁয়ার সাথে দিগুণ ফিরে আসে]
আমি জানি, এই দুঃখ আমার।
কেননা ঈশ্বর আমাকে পছন্দ করেন।
দুঃখের প্রিয় বুক আমার হৃদয়।
আমার দুঃখের খবরে প্রেমিকার মন খারাপ হয়।
কিন্তু কি করার?
দুঃখ এবং ঈশ্বর কারোরই প্রেমিকা নেই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন